চড়ুই–শালিক ঘুম ভাঙাবে এসো মোদের গাঁয়ে শাপলা–শালুক ফুলের রাজ্যে হারিয়ে যাবে নায়ে। দোয়েল–শ্যামা গান শোনাবে দুপুর যাবে কেটে সারাটা দিন বয়ে যাবে গাঁয়ের পথে হেঁটে।