অন্তঃসত্ত্বা অবস্থায় দুই মেয়ে আর তাদের বাবার সঙ্গে সুখী পরিবারের একটি ছবি পোস্ট করেছিলেন গ্যাল। আর জানিয়েছিলেন তৃতীয় সন্তানের আগমনের খবর। সে সময় লিখেছিলেন, ‘এর চেয়ে সুখী (আর ক্লান্ত) হওয়া বোধ হয় সম্ভব নয়

source https://www.prothomalo.com/entertainment/hollywood/গ্যাদতের-ঘুমপাড়ানি-নাচ