বাজারে চালের দাম ছিল গড়ে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। অথচ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে ৪০ টাকা কেজি দরে মিলারদের চাল দিতে হয়েছে। ধানের বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য না থাকায় কৃষকেরাও গুদামে ধান দেননি।

source https://www.prothomalo.com/bangladesh/district/বগুড়ায়-চাল-সংগ্রহের-লক্ষ্যমাত্রা-পূরণ-হলেও-ধান-সংগ্রহ-অর্ধেক