মেসিকে নিয়ে পিকের দাবি, বার্সার সঙ্গে তাঁর চুক্তি প্রায় হয়ে গিয়েছিল। কী ঘটে তা দেখার অপেক্ষায় ছিল ক্লাব এবং বিষয়টি নাকি বার্সার খেলোয়াড়েরা জানতেন। মেসি শেষ পর্যন্ত বার্সা ছেড়ে যোগ দেন পিএসজিতে।

source https://www.prothomalo.com/sports/football/শাকিরার-জন্য-পিকেগার্দিওলা-সম্পর্কে-চিড়-ধরেছিল