বিদেশি প্রথম কোনো ফ্লাইট হিসেবে কাতার থেকে গতকাল বুধবার কাবুলে উড়োজাহাজ আসে। তালেবানকে সহায়তায় বোয়িং সি-১৭ গ্লোবমাস্টারে করে প্রযুক্তিগতভাবে দক্ষ একটি দলকে পাঠায় সম্পদশালী দেশটি। একজন আফগান সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তার ভাষ্য, আগামীকাল শুক্রবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে। আর আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে কিছুটা সময় লাগবে।
0 মন্তব্যসমূহ