‘আপনি ঠিক বলছেন? তিনি মারা গেছেন?’ ‘না, আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে বয়সের হিসাবে তার এখন বেঁচে থাকার কথা নয়।’ পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক এবং প্রথম আলোর কলামিস্ট এম বি নাকভি মাস কয়েক আগে প্রথম আলো অফিসে এলে তার কাছে জানতে চেয়েছিলাম তিনি পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর লে. জেনারেল আজম খানের কোনো খবর জানেন কি-না অর্থাত্ তিনি বেঁচে আছেন কি-না।

source https://www.prothomalo.com/supplements/victory-day/ইতিহাসের-বিস্মৃত-এক-অধ্যায়