ক্লিনিকের আরেক অংশীদার সাদ্দাম হোসেনকে (২৬) আটক করে হাসপাতাল প্রশাসন রাতেই পুলিশে সোপর্দ করে। সেলিম হোসেনের বড় ভাই আবদুস সামাদ তাঁকে আসামি করে শুক্রবার বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/ক্লিনিকের-মালিকানা-নিয়ে-দ্বন্দ্ব-ইনজেকশন-দিয়ে-হত্যার-অভিযোগ