ভীষণ প্রিয় পোষা পাখিটা যেদিন তোমায় দিতে মন খুব করে চাইল, সেদিন প্রথম উপলব্ধি করলাম তোমায় ভালোবেসে ফেলেছি। যেদিন একজন নিকটাত্মীয়কে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে শুইয়ে রেখে, তোমার নাম্বারে ট্রাই করে যাচ্ছিলাম শুধু একবার মাত্র কথা বলবার জন্য সেদিন বুঝেছিলাম তোমাকে ছাড়া আমি অচল।
source https://www.prothomalo.com/writings/তোমায়-আমি-কতটা-চাই
0 মন্তব্যসমূহ