পরের দিন সকাল সাড়ে আটটা থেকে বন্ধুরা আসতে শুরু করেন আরশীনগর পার্কে। সবার আগে আসেন সবচেয়ে দূরে থাকা বন্ধু আন-নূর। প্রণব কুমার দেবনাথ সবাইকে চা খাওয়ালেন। সবার মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে গেল। দেরি না করে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁরা চলে গেলেন রায়পুরা থানার হাইরমারা ইউনিয়নের মণিপুরা বাজারসংলগ্ন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত সা’দত স্মৃতি পল্লী শিশুপার্কে। নদীর পাশে প্রাকৃতিক পরিবেশঘেরা এমন সুন্দর পরিবেশ বন্ধুদের সবাইকে মুগ্ধ করে।
0 মন্তব্যসমূহ