২০২০ সালের ১৩ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে অজানা গন্তব্যে যান মনোয়ারা বেগম। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে ২১ জানুয়ারি তাঁর ভগ্নিপতি সেলিম সিকদার রাজধানী পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/ঢাকায়-নিখোঁজ-বৃদ্ধা-এক-বছর-আট-মাস-পর-সন্ধান-মিলল-দেবীদ্বারে