বিগত পঁয়ত্রিশ বছরে মুক্তিযুদ্ধে নারীর সার্বিক অবদান, অবস্থান ও তাদের ওপর নিপীড়ন বিষয়ে তেমন কোনো গবেষণা হয়নি। এ পর্যন্ত যে চার-পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে সেসব গ্রন্থ মুক্তিযুদ্ধে নারীর সার্বিক অংশগ্রহণ বা ভূমিকা স্পষ্ট করে না।
source https://www.prothomalo.com/supplements/অনালোকিত-নারীর-কথা
0 মন্তব্যসমূহ