এস-ফ্যাক্টর নামে একটি ওষুধকে সর্বরোগের মহৌষধ যেমন ক্যানসার, ডায়াবেটিস ও হৃদ্‌রোগের ওষুধ বলে প্রচারণা চালিয়ে আসছিল চক্রটি। এমনকি এ ওষুধ করোনা প্রতিরোধ এবং সৌন্দর্যবর্ধনকারী প্রসাধনী হিসেবেও কাজ করে বলেও প্রচার করে তারা।

source https://www.prothomalo.com/bangladesh/crime/সর্বরোগের-মহৌষধ-দিয়ে-কোটি-টাকা-প্রতারণা-গ্রেপ্তার-১৭