বিদেশি প্রথম কোনো ফ্লাইট হিসেবে কাতার থেকে গতকাল বুধবার কাবুলে উড়োজাহাজ আসে। তালেবানকে সহায়তায় বোয়িং সি-১৭ গ্লোবমাস্টারে করে প্রযুক্তিগতভাবে দক্ষ একটি দলকে পাঠায় সম্পদশালী দেশটি। একজন আফগান সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তার ভাষ্য, আগামীকাল শুক্রবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে। আর আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে কিছুটা সময় লাগবে।
source https://www.prothomalo.com/world/asia/কাবুলে-বিমানবন্দর-চালু-করতে-তালেবানের-পাশে-কাতার
0 মন্তব্যসমূহ