মুখে এখনো অবশ্য কোমানকে সমর্থন দেওয়ার কথা বলছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। তবে সে আশ্বাসবাণীতেও হুমকির সুর। বলে দিয়েছেন, চাইলেই দরকারি সিদ্ধান্ত নেবেন তিনি।