নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্কুল বাসচালকের তীব্র সংকট দেখা দিয়েছে। এ কারণে রাজ্যের সাড়ে পাঁচ লাখ বাণিজ্যিক গাড়ির চালককে স্কুল বাসচালক হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। মহামারি পেরিয়ে নিউইয়র্কের স্কুল আবার চালু হয়েছে। শিক্ষার্থী পরিবহনে স্কুল বাসের জন্য পর্যাপ্ত চালকের তীব্র সংকট দেখা দিয়েছে
source https://www.prothomalo.com/new-york/রাজ্যে-স্কুল-বাস-চালকের-তীব্র-সংকট
0 মন্তব্যসমূহ