বুধবার বিকেলে নগরের হালিশহরের বড়পোল এলাকার মইন্যাপাড়ায় অবস্থিত শেহেরীনের বাড়িতে যান মেয়র। তিনি বলেন, ‘এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি মর্মাহত ও ব্যথিত, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। জনপ্রতিনিধি হিসেবে এ ধরনের ঘটনার দায় আমিও এড়াতে পারি না।’
source https://www.prothomalo.com/bangladesh/district/ঘটনার-দায়-আমিও-এড়াতে-পারি-না-চসিক-মেয়র
0 মন্তব্যসমূহ