এর আগে তালেবান যখন ক্ষমতায় ছিল, সেই সময় নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছিল। ১০ বছর ও তার বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল তারা।

source https://www.prothomalo.com/world/asia/কাবুলে-প্রেসিডেন্ট-প্রাসাদের-সামনে-নারীদের-বিক্ষোভ