আমায় যদি প্রশ্ন করো— কবি, তুমি কিসে বেশি শান্তি পাও? আমি মৃদু হেসে বলি, চিবুকে ছোঁয়ানো মায়ের আঁচল আমার গাঁয়ের স্নিগ্ধ জল ঘুগড়ার বিলের রক্তকমল।