নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার জিরো পয়েন্ট এলাকার তিনটি মার্কেটের (বিপণিবিতান) পেছনের অংশ মেয়র আবদুল কাদের মির্জা ভেঙে দিয়েছেন। অবৈধভাবে নির্মাণের অভিযোগ তুলে মঙ্গলবার তিনি পৌরসভার কর্মচারীদের দিয়ে বিপণিবিতানগুলোর ওই অংশ ভেঙে দেন।
source https://www.prothomalo.com/bangladesh/district/রাস্তা-নির্মাণের-নামে-মার্কেটের-পেছনের-অংশ-ভেঙে-দিলেন-কাদের-মির্জা
0 মন্তব্যসমূহ