শীত কমে গেছে বলে জেগে উঠছি আর কী রকম জলবিন্দু ঘিরে আছে তোমার শরীর। ঘোড়া আসছে কেশর উড়িয়ে, কোথায় প্রহরী?...শুধু ভাঙা তলোয়ার।