গবেষণার অন্তর্ভুক্ত ৬৭টি নমুনার স্পাইক প্রোটিনের মধ্যে মিউটেশন (রূপ পরিবর্তন) রয়েছে। তবে তা থেকে নতুন ধরন সৃষ্টির আলামত পাওয়া যায়নি। স্পাইক প্রোটিনের এ ধরনের মিউটেশন টিকার কার্যকারিতায় কোনো প্রভাব ফেলবে না বলেও গবেষকদের ধারণা।

source https://www.prothomalo.com/bangladesh/coronavirus/চট্টগ্রামে-করোনার-নতুন-ধরনের-উপস্থিতি-মেলেনি