আমি হলাম প্রজাপতি রঙিন আমার ডানা ফুলের ওপর উড়ে বসতে নেইকো আমার মানা। ফুলের দেশে আমার বাড়ি ফুলের বুকেই থাকি ফুলের রঙিন রূপটুকু তাই আমার ডানায় আঁকি।