ফেসবুকে একটি চিঠি পোস্ট করেছেন পরীমনি। সেই চিঠির ক্যাপশনে লিখেছেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।’ চিঠিতে কী এমন আছে যে একে নিজের শক্তির উৎস বলছেন এই ঢালিউড তারকা।