পারিবারিক বিরোধ নিষ্পত্তির ঘটনায় পূর্বনির্ধারিত আড়াই লাখ টাকা তাঁদের সঙ্গে ছিল। নোমানের কাছে এক লাখ ও বেলায়েতের কাছে দেড় লাখ টাকা ছিল। এর মধ্যে প্রসাব করার জন্য নোমান আদালত ভবনের এক পাশের খোলা জায়গায় যান।
source https://www.prothomalo.com/bangladesh/district/আদালত-চত্বরে-বিচারপ্রার্থীকে-ছুরিকাঘাত-করে-টাকা-ছিনতাই
0 মন্তব্যসমূহ