নিউইয়র্কের রাজ্য সিনেট বাড়ির ভাড়াটেদের আসছে মধ্য জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ না করার পক্ষে আইন প্রস্তাব গ্রহণ করেছে। করোনা মহামারির কারণে ভাড়া দিতে না পারা ভাড়াটেদের উচ্ছেদ করার ওপর ফেডারেল নিষেধাজ্ঞা উঠে গেছে গত ৩১ আগস্ট।

source https://www.prothomalo.com/new-york/নিউইয়র্কে-ভাড়াটে-উচ্ছেদ-না-করতে-আইন-প্রস্তাব-গ্রহণ