কমে আসছে করোনার সংক্রমণ। খুলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ বিরতির পর মিলছে দেখা। চোখে–মুখে বাঁধভাঙা উচ্ছাস। বন্ধুদের না বলা কথার বহিঃপ্রকাশ। সঙ্গে গান, নৃত্য, কবিতা আবৃত্তি আর নাটকের সংলাপ পরিবেশন। বহুদিন পর অন্য রকম আড্ডায় মিলিত হলো রংপুর বন্ধুসভার বন্ধুরা। ৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে প্রথম আলো রংপুর অফিসে জমজমাট এ আড্ডার আসর বসে।
source https://www.prothomalo.com/writings/গান-নৃত্য-কবিতায়-রংপুর-বন্ধুসভার-জমজমাট-আড্ডা
0 মন্তব্যসমূহ