অভাবের সংসারে বেড়ে ওঠা উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ইয়াসিন লেখাপড়ার পাশাপাশি কাজ করত হাসেম ফুডসে। গত ৮ জুলাই কারখানায় আগুনে পুড়ে মারা যায় সে। মৃত্যুর পর জানা যায়, ইয়াসিন ভালো কবিতা লিখত। বড় কবি হওয়ার স্বপ্ন ছিল তার। সেই কিশোর ইয়াসিনের কবিতা ঠাঁই পেয়েছে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারির এক প্রদর্শনীতে।

source https://www.prothomalo.com/bangladesh/জীবনের-গল্প-জীবন-হারানোর-গল্প