কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানব প্রেমিক, চির দুর্দম, বিদ্রোহী, আত্মভোলা, পরোপকারী ও স্বাধীনচেতা। সেই চির দুর্দম বিদ্রোহী কবিও এক সময় জীবনের কাছে হেরে গেলেন। অসহায় শিশুর মতোই এক সময় অসুস্থ হয়ে পড়লেন মস্তিষ্কের দুরারোগ্য কঠিন ব্যাধিতে।