বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে এখন অবিসংবাদিত রাজা, এবারের লিগসহ টানা পাঁচটি টুর্নামেন্ট জিতেছে। বিদেশের মাটিতে কেমন খেলে সেটিই ছিল দেখার বিষয়। এই প্রশ্নে বলতে হবে মালদ্বীপেও রাজার মতো শুরু করেছে বাংলাদেশের রাজারা।

source https://www.prothomalo.com/sports/football/মালদ্বীপেও-রাজার-মতো-শুরু-বাংলাদেশ-ফুটবলের-রাজার