১৯৭১ সালের আগস্ট মাসে কুষ্টিয়ায় বড় ধরনের বন্যা হয়। কোর্টপাড়া ও হাউজিং এলাকাসহ শহরের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা বুকপানিতে তলিয়ে যায়। প্রথমবারের মতো গোরস্তান বন্ধ করে দেওয়া হয়। সীমিত আকারে চালু করা হয় মজমপুরের পুরোনো গোরস্তান। তবে শহরে মানুষ কম থাকায় গোরস্তানের প্রয়োজন তেমন ছিল না।