নেত্রকোনায় পিবিআই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন ধনরাজ দাস। তিনি পিবিআই নেত্রকোনা শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/পিবিআই-কর্মকর্তার-ঘুষ-লেনদেনের-ফোনালাপ-ভাইরাল