রোববার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের তালতলা, মির্জাজাঙ্গাল ও জামতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করে সিলেট সিটি করপোরেশন। মশকনিধন অভিযানে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্ধুসভার সদস্যদের পাঁচটি ফগার মেশিন দিয়ে সহযোগিতা করা হয়।

source https://www.prothomalo.com/bangladesh/district/সিলেটে-মশকনিধনে-বন্ধুসভার-সদস্যরা