রান্নাঘরের গ্যাসের সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে আগুনের সূত্রপাত। পরে আগুন একে একে বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার আগেই তিন ঘরে থাকা সবকিছু পুড়ে যায়।

source https://www.prothomalo.com/bangladesh/district/রানীনগরে-গ্যাস-সিলিন্ডারের-আগুনে-পুড়ল-তিনটি-ঘর