ঘরের মাঠে এই হারে আর্সেনালের কোচ মিকেল আরতেতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে আবার। ক্লাবের সাবেক মিডফিল্ডারের অধীনে ভালো করছে না গানাররা। দুই দশক পর এই প্রথম ইউরোপীয় প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না আর্সেনালকে।

source https://www.prothomalo.com/sports/football/১২৮-বছরে-এত-খারাপ-দিন-আসেনি-আর্সেনালের