বাংলা চিরকালই সংগীতের দেশ। এখানকার মাঠে-প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে গান বেঁধেছেন, নদী-খালে নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান ধরেছেন। এককথায় গান সাধারণ মানুষের জন্য শান্তির প্রতীক, সুখ-দুঃখের সঙ্গী।

source https://www.prothomalo.com/activities/ভৈরব-বন্ধুসভার-সংগীতায়োজন-বন্ধুর-গান