করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক ক্রমতালিকায়ও পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এক বছরের ব্যবধানে কনটেইনার পরিবহনে এক লাফে নয় ধাপ পিছিয়েছে এই দেশের প্রধান এ সমুদ্রবন্দরটি।
source https://www.prothomalo.com/business/কনটেইনার-পরিবহনের-বৈশ্বিক-তালিকায়-নয়-ধাপ-পিছিয়েছে-চট্টগ্রাম-বন্দর
0 মন্তব্যসমূহ