স্টাইলক্র্যাফট ও ইয়ংওয়ান বিডি লিমিটেড নামের দুই পোশাক কারখানার শ্রমিকদের দুই মাসের মজুরি বাকি। আর কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে ৯ মাসের। রোববার শ্রমিকদের একটি অংশ পাওনার দাবিতে সকাল থেকে বিজিএমইএ কার্যালয়ে অবস্থান নেয়।