গত মাসেই ছিল জেসিকার বড় মেয়ে অনারের ১৩তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে মেয়ের উদ্দেশে লিখেছিলেন, ‘তুমি সব সময় মনে করিয়ে দিতে পছন্দ করো যে তুমি আমার চেয়ে লম্বা হয়ে গেছো। অথচ তোমার একটা সোনার টুকরোর মতো মন আছে। তুমি ভীষণ সহানুভূতিশীল, রসিক, স্মার্ট। তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’
source https://www.prothomalo.com/entertainment/hollywood/মা-মেয়ে-নাকি-দুই-বোন
0 মন্তব্যসমূহ