শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই বুধবার এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রের জন্য নির্ধারিত বই ছিল শওকত ওসমান রচিত উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’।
source https://www.prothomalo.com/activities/শেকৃবি-বন্ধুসভার-ভার্চ্যুয়াল-পাঠচক্রে-ক্রীতদাসের-হাসি
0 মন্তব্যসমূহ