তৃতীয় শ্রেণিতে পড়ত মোছা. মৌসুমী। সেটা বছর চারেক আগের কথা। ওই সময়ে তার মা রাগ করে বাবার সংসার ছেড়ে চলে যান। সেই থেকে মৌসুমী মানসিক ভারসাম্যহীন। এখন শিকলবন্দী হয়ে সারাটা সময় কাটে ১৩ বছরের এই কিশোরীর।
source https://www.prothomalo.com/bangladesh/যেভাবে-শিকলবন্দী-হলো-মৌসুমীর-জীবন
0 মন্তব্যসমূহ