বার্সায় মেসির চুক্তি নবায়নে নতুন আশা জেগেছে। বার্সেলোনা লিগের কাছ থেকে পাবে ২৭ কোটি ইউরো। তা মেসিসহ আগুয়েরো, মেম্ফিসদের নিবন্ধনে কাজে লাগাতে পারবে।