স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী ডুবে যাওয়া ট্রলারটিতে নারী-শিশুসহ ৪১ জন রোহিঙ্গা ছিলেন। তাঁদের মধ্যে শনিবার ভোরে ১৪ জনকে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা ভাসানচরে ফিরে এসেছেন।
source https://www.prothomalo.com/bangladesh/district/ভাসানচর-থেকে-পালানোর-চেষ্টা-ট্রলারডুবিতে-২৭-রোহিঙ্গা-নিখোঁজ
0 মন্তব্যসমূহ