মুজিব আছে মন–মননে আগুনঝরা ভাষণে। মুজিব আছে সারা বাংলায় প্রিয় নেতার আসনে। মুজিব আছে ফুলে ফুলে দেশের গানে গানে। মুজিব আছে কাব্যকথায় মুজিব প্রাণে প্রাণে।