জোড়াসাঁকোর রবি ঠাকুর সবার প্রিয় কবি সব মানুষের মনের ভেতর আঁকা তাঁরই ছবি। তাঁর কবিতায় জাদু আছে আছে স্বদেশপ্রীতি ওই কবিতায় সুর লাগালে হয় যে মধুর গীতি। কবির লেখা কাব্য-গানে মানবজাতি ঋণী বিশ্বে সেরা কবি নামে সবাই তাঁকে চিনি।