দেশে উৎপাদিত আমের প্রায় ২৫ ভাগ গাছ থেকে সংগ্রহ করার পর নষ্ট হয়ে যায়। সবধরনের আমের ক্ষতির আর্থিক পরিমাণ বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা। একসাপর্ট: মূলত পরিবহন ও সংরক্ষণের সময় নষ্ট হয় এসব আম। সবচেয়ে বেশি নষ্ট হয় ক্ষীরশাপাতি আম। এরপর নষ্ট হয় ফজলি আম। সবধরনের আমের ক্ষতির আর্থিক পরিমাণ বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা।

source https://www.prothomalo.com/bangladesh/বছরে-৩৬০০-কোটি-টাকার-আম-নষ্ট-হয়