যশোরের মনিরামপুর উপজেলা থেকে এক গৃহবধূ এবং তাঁর তিন বছরের কন্যাশিশুর লাশ একই রশির দুই প্রান্তে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কুলটিয়া গ্রামের ফাল্গুন মণ্ডলের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
source https://www.prothomalo.com/bangladesh/district/একই-রশিতে-ঝুলছিল-মা-মেয়ের-লাশ
0 মন্তব্যসমূহ