বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান সূচি অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত খেলা আছে। এর পরের দিন থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান জেমি। এর আগে ২৬ আগস্টেই এএফসি কাপ মিশন শেষ করে দেশে ফেরার কথা রয়েছে বসুন্ধরা কিংসের।

source https://www.prothomalo.com/sports/football/বাংলাদেশের-জার্সিতে-কিংসলি-চাই-ফিফার-ছাড়পত্র