আকাশটা কিনব বলে উঠে চড়ি রথে হঠাৎ দেখি কালো মেঘ সঙ্গী হলো পথে। বিকিকিনির পাশাপাশি তৃতীয় এসে জুড়ে নিরাশ হয়ে ফিরে এলাম ভাগ্যটাই পুড়ে।