শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে শিয়ালি গ্রামে হামলা চালান। তাঁরা অতর্কিতভাবে বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করেন। এ সময় শিবপদ ধরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়।
source https://www.prothomalo.com/bangladesh/district/খুলনার-রূপসায়-দুর্বৃত্তদের-হামলা-মন্দির-ও-বাড়িঘর-ভাঙচুর
0 মন্তব্যসমূহ