গত জুনে বাড়ির ১৫ জন সদস্যের মধ্যে ১২ জন করোনার সঙ্গে লড়াই করে বেঁচে গেলেও তিনজন হেরে গেছেন। এখনো বাড়িজুড়ে শোকের ছায়া। দিনরাতে স্বজন হারানোর কান্না আর হাহাকার।

source https://www.prothomalo.com/bangladesh/district/করোনার-আঘাতে-বিপর্যস্ত-এক-পরিবারে-এখন-শুধুই-কান্না